পাইকগাছায় প্রশিক্ষিত হিলফুল ফুজুল সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছায় প্রশিক্ষিত হিলফুল ফুজুল যুব সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সমিতির নতুন বাজারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৪৮৩ জন ভোটারের মধ্যে ৩৮৭ জন ভোট প্রদান করেন। ৬ টি পদের মধ্যে সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় মো. ইউনুছ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া সম্পদক,সহসভাপতি পদে দুজন করে ও সদস্যের ৩টি পদের জন্য ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সন্ধ্যায় নির্বাচনে এসএম সামছুজ্জামান সাধারণ সম্পাদক, নাজমুল ইসলাম সহসভাপতি ও বনি আমিন, জিয়াউর রহমান ও আব্দুস সবুরকে সদস্য পদে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রভাষক শহিদুল ইসলাম।