কুয়েটে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা উন্মোচন

0

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির আয়োজনে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন ও সংশ্লিষ্ট বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন ও সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) ড. মো. সাইফুল ইসলাম প্রফেসর। ড. রাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সমস্যা ও তার সমাধানকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডা. মো. সুলতান-ই মঞ্জুর শুভ। সেমিনারে বিভিন্ন আইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন আইনজীবী কামরুন নাহার হেনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের সেকশন অফিসার ( গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ। বিজ্ঞপ্তি।