এলপি গ্যাস সিলিন্ডারে ওজন বাড়াতে পানি ভরার সময় ৩ জন আটক খুলনায়

0

খুলনা ব্যুরো ॥ খুলনায় ওজন বাড়াতে পানি দিয়ে এলপি গ্যাস সিলিন্ডার ফিলিং করার সময় ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে মহানগরীর বৌ বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা ওই তিনজনকে হাতেনাতে আটক করেন। এ সময় ৭৬টি গ্যাস সিলিন্ডার ও নানা ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,এলপি গ্যাসের সংকটে এই অসাধু চক্র দীর্ঘদিন ধরে সিলিন্ডারে পানি ভরে ওজন বাড়িয়ে গ্রাহকদের সরবরাহ করে আসছিল।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর খুলনা সদর ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুল আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে পানি ভর্তি ১০টি ছোট সিলিন্ডার, ১১টি বড় খালি সিলিন্ডার, ৫৫টি ছোট সিলিন্ডার, ২টি ওয়েট মেশিন, ১টি মটর, বিভিন্ন গ্যাস কোম্পানির নকল সিল ও ক্যাপ, ১টি ফায়ার ইস্টিংগুইজার জব্দ করে। তারা রাতে নকল এলপি গ্যাসের কারখানায় সিলিন্ডার ফিলিং করে বিভিন্ন দোকানে সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আটক ওই ৩ ব্যক্তিকে সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।