শীতের তীব্রতা বাড়ছে প্রতিদিন

0

লোকসমাজ ডেস্ক, ডিসেম্বর ১৪॥ পৌষ মাস আসার আগেই প্রতিদিন বাড়ছে শীতের তীব্রতা। আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ নিয়ে ১২ ও ১৪ ডিসেম্বর দু’দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হল এ জেলায়।
চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষনাগার তাদের নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্তকর্তা জামিনুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। সকালে শীত ও কুয়াশা কয়েক দিন অব্যাহত থাকবে। আসছে সপ্তাহ থেকে শীতের প্রকোপ আরো বেশি হবে। গত ২৬ দিন থেকে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা কমছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকায় সূর্যের দেখা মিলছে না।
চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রার প্রভাব পড়েছে আশেপাশের জেলাগুলোতেও। যশোরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছে যশোর মতিউর রহমান বিমান ঘাটি নিয়ন্ত্রিত আবহাওয়া দফতর। কুয়াশার কারণে সূর্যে তাপের মাত্রা ছিল কম। এ কারণে সারাদিন শীত অনুভুত হয়েছে। প্রত্যেকদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে তীব্র শীত অনূভূত হচ্ছে। এর ফলে জনজীবনে দুর্ভোগ বাড়ছে। কমেছে নিত্য দিনের কাজের গতি। ভিড় বেড়েছে শীত কাপড়ের দোকানগুলোতে।