ঝিকরগাছায় হার্ডওয়ার ব্যবসায়ী সমিতিতে নতুন নেতৃত্ব

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা বাজার হার্ডওয়ার মালিক সমিতির কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে আলীশাহ্ আর্ডওয়ারের প্রোপাইটর মো. আলীশাহ্কে সভাপতি ও কামাল হার্ডওয়ারের প্রোপাইটর মাহাবুব সোহান নাহিদকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ঝিকরগাছা বাজারের সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটি করা হয়। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি আজমীর হোসেন জাহিদ, যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল কাদের ও দপ্তর সম্পাদক আব্দুর রশিদ বাচ্চা। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন মাহাবুর রহমান সুজন, সৌমিত্র ঘোষ, মঈনুল ইসলাম মিমি ও হুমায়ুন কবীর।