সাবেক হুইপ আব্দুল ওহাবের নামে অভয়নগর থানায় চাঁদাবাজি মামলা

0

স্টাফ রিপোর্টার, নওয়াপাড়া ॥ এক যুগ আগে ৮ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে জাতীয় সংসদের সাবেক হুইপ ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাবসহ ৩ জনের নামে গত সোমবার গভীর রাতে থানায় মামলা হয়েছে। অভয়নগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মামলাটি করেছেন। তিনি উপজেলার বুইকারা গ্রামের বাসিন্দা।
মামলার অপর আসামিরা হলেন, সাবেক হুইপ শেখ আব্দুল ওহাবের ছেলে শেখ আব্রাউল হক সম্রাট ও ভাইরার ছেলে জিএম মনিরুজ্জামান মনি। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৪/১৫ জনকে আসামি করা হয়েছে।
বিএনপি নেতা কামাল হোসেন জানান, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন উল্লিখিত আসামিরা তার কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি এবং ওই টাকা আদায় করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে ভয়ে তিনি ওই সময় আসামিদের বিরুদ্ধে মামলা করতে সাহস পাননি। তবে বর্তমানে পরিবেশ অনুকূলে হওয়ায় তিনি চাঁদাবাজির ঘটনায় আইনের আশ্রয় নিয়েছেন।
যোগাযোগ করা হলে অভয়নগর থানা পুলিশের ওসি ইমাদুল করিম চাঁদাবাজি মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন।