চৌগাছায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ১২৫ বোতল ফেনসিডিলসহ আব্দুল সিদ্দিক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী উপজেলার কুলিয়া গ্রামের মৃত অর্জেত আলীর ছেলে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বর্ণি গ্রামের মাঠ থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) পায়েল হোসেন বলেন, আটক আব্দুল সিদ্দিকের নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।