কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণার গেজেট প্রকাশের অনুমোদন

0

লোকসমাজ ডেস্ক॥ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবটি অনুমোদিত হয় বলে নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে বিবেচনা করা হলেও এতদিন রাষ্ট্রীয় কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না। এবার সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তকে নজরুলের অবদানকে যথাযথ সম্মান জানানোর ঐতিহাসিক উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে নজরুলের নাম সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন পায়নি। এ প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান বলেন, “সংবিধানে পরিবর্তন আনতে সংসদের প্রয়োজন। তাই ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকেই কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে কোনো গেজেট প্রকাশিত হয়নি। শুধুমাত্র কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনেই তাকে জাতীয় কবি হিসেবে উল্লেখ করা আছে। এবার সেই মর্যাদার আনুষ্ঠানিক ঘোষণা আসছে।
এই ঘোষণার মধ্য দিয়ে নজরুলের প্রতি জাতির আনুষ্ঠানিক শ্রদ্ধা ও সম্মান প্রকাশিত হলো।