খাজুরায় আট দলীয় ফুটবলে শালিখার শিরোপালাভ

0

 

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় শনিবার মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর ফুটবল একাদশ ও মাগুরার শালিখা উপজেলার ব্রাদার্স ইউনিয়ন। শনিবার বিকেল তিনটায় চ-িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে গোল করেন কালীগঞ্জ দলের নাজিম। শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে শালিখা দলের শাহ-আলম গোল করে খেলায় সমতা ফেরান। ২৫ মিনিটে প্রতিপক্ষ দলের নাজিম ও ৩০ মিনিটে বিদেশি খেলোয়াড় কেসি একটি করে গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। শেষ সময় পর্যন্ত খেলায় সমতা ফেরাতে মরিহা হলেও পরাজয় হয় শালিখার।
সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আব্দুল জব্বার বিশ^াস। প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি। বিশেষ অতিথি ছিলেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুর রহমান।
এ সময় অতিথিরা ট্রফিসহ চ্যাম্পিয়ন দলকে একলাখ টাকা ও রানারআপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের নাজিম ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন প্রতিপক্ষ দলের আরাফাত।