বিভিন্ন স্থানে ইসকন বিরোধী বিক্ষোভ

0

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামে তরুণ আইনজীবী হত্যাসহ রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রতিবাদে বিভিন্ন স্থানে ইসকন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে গতকাল বুধবার। বিভিন্ন স্থানের খবর নিয়ে বিস্তারিত প্রতিবেদন-
যশোর : দুপুরে যশোর আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে আইনজীবীরা বলেন, বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব বিরোধী এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের মামলায় ইসকনের এক নেতা আটক হয়েছেন। ওই আসামি সম্পর্কে আদালতে সরকার পক্ষের অবস্থান তুলে ধরার কারণে ইসকন সদস্যরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। ইসকন সদস্যদের সম্পর্কে তারা বলেন, এরা বাংলাদেশে থাকে ও অন্য রাষ্ট্রের চিন্তা করে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যায় জড়িত এই ইসকন সদস্যদের আটক ও শাস্তির আওতায় আনতে হবে। যদি জড়িতদের আটক ও বিচারের মুখোমুখি না করা হয় তাহলে সারা দেশে আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করবেন। প্রয়োজনে তারা আদালতে তাদের কার্যক্রম বন্ধ রাখবেন। আইনজীবীরা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষতিগ্রস্ত করতে যারা কাজ করে যাচ্ছেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, সৈয়দ সাবেরুল হক সাবু, এম এ গফুর, রোকনুজ্জামান প্রমুখ।
স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) জানান, মনিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের দক্ষিণ মাথায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মনিরামপুর উপজেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আশরাফ ইয়াছিন, যশোর জেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব তালহা বিন রশিদ, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, উপজেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইশতিয়াক ইবনে জামান, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শিবলি সাদিক নাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তাকিম আল রাব্বি সাকিব, মাকসুদুল আলম রোহান প্রমুখ। বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে বিচার ও নৈরাজ্যকারী ইসকন নিষিদ্ধ করার দাবি জানান। সভা শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার তালায় উপজেলা যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে ইসকন বিরোধী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশাল একটি মিছিল পুরাতন তালা বি দে মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের তিন রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ইসকন নিষিদ্ধের দাবি জানান।
শালিখা (মাগুরা) সংবাদদাতা জানান, বুধবার সকালে মাগুরা জেলা জজ আদালতের সামনে ইসকন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা জেলা সভাপতি রোকনুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম কবির, সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ, আহমেদ হোসেন, পিপি সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম মুকুল, মিজানুর রহমান প্রমুখ।
ইবি সংবাদদাত॥ চট্টগ্রামের আদালতপাড়ায় পুলিশের সঙ্গে ইস্কনের সংঘর্ষ চলাকালে শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে মিছিলটি শুরু হয়। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে হয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে পুনরায় প্রধান ফটকে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিক্ষোভে শিক্ষার্থীদেরকে ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের ঠিকানা,এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রামে যে নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্ব হত্যাকান্ডের সাথে জড়িত ইসকনের সদস্যদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় ২৪-র ছাত্রজনতা আবারও জাগ্রত হবে।