যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে তিন যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে ৩ যুবক আটক হয়েছে। বুধবার সকালে যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তরা।
আটকরা হলেন, জামালপুরের সরিষাবাড়িয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মিলন মিয়ার ছেলে শিপন মিয়া রাসেল (২২), শেরপুরের শ্রীবরদী উপজেলার গরজোরিপা গ্রামের ছাবর আলীর ছেলে শামীমুল হক (৩০) ও নেত্রকোনা সদর উপজেলার দূর্গাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন (২৮)।
পুলিশ জানায়, বুধবার যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পুলিশ কর্মকর্তারা প্রার্থীর নাম-পরিচয় ও ছবি যাচাই বাছাইকালে উল্লিখিত ৩ জনকে তাদের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করেন অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছেন। এর বিনিময়ে তাদেরকে অর্থ দেওয়া হবে।
কোতয়ালি থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক ভুয়া পরীক্ষার্থী আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা হবে।