যশোরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেল রোডের এক বাসা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে যশোর কোতয়ালি থানা পুলিশ শহরের রেলরোডস্থ ফুড গোডাউনের বিপরীতে একটি বাসা থেকে ভাড়াটিয়ার ছেলে রজত কাঞ্চন সাহার লাশ উদ্ধার করে।
রজত কাঞ্চন সাহা রাজবাড়ির কালখালী রতনদিয়া গ্রামের পরিতোষ সাহার পুত্র। পুলিশ জানিয়েছে, যশোরের রেলরোডস্থ ফুডগোডাউনের বিপরীত পাশের শেখ আব্দুল মতিনের ৪র্থতলা বিল্ডিংয়ের ৩য় তলায় তলার একটি বাসায় ভাড়া থাকেন পরিতোষ সাহা। রজত তার মা-বাবার সাথে থাকতেন। তার মা ও বাবা গত ২ মাস চিকিৎসা গ্রহণের জন্য ঢাকায় অবস্থান করছেন। এ সময় রজত কাঞ্চন সাহা বাসায় একা থাকতেন। ঘর থেকে পচা গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। গতকাল দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, আলামত দেখে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এদিকে এলাকাবাসী জানিয়েছেন, যশোর সরকারি এমএম কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর সাথে রজত কাঞ্চন সাহার প্রেম ছিল। তাদের মধ্যে বিবাহ হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থী মুসলিম পরিবারের হওয়ায় ছেলে ও মেয়ের পিতৃপক্ষ এ বিয়েতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত বিয়ে না হওয়ায় রজত কাঞ্চন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসীর ধারণা।