কালীগঞ্জের মালিয়াটে শিক্ষার্থীদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্তিপুর বালিকা বিদ্যালয়ে শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্পে গ্রামবাসীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ইউনিয়নের যুব সমাজ ও বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
এদিন কয়েক শ রোগীকে চিকিৎসা সেবা দেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, মেডিকেল অফিসার রাজিয়া সুলতানা ও তানভির আজিজ আকাশ।
আয়োজকদের একজন এ ইউনিয়নের পারখির্দা গ্রামের শাহিন আলম জানান, তিনি যশোর সরকারি সিটি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। তার মত মালিয়াট ইউনিয়নের অনেক শিক্ষার্থী আছেন যারা পড়ালেখা করার জন্য বাইরে থাকেন। পবিত্র ঈদ,পূজাপার্বনসহ বিভিন্ন উৎসবে ছুটিতে তারা বাড়িতে আসেন। তখন তারা শুনতে পান পারিবারিক অবহেলা ও দারিদ্র্যতায় বিনা চিকিৎসায় অনেকেই মারা গেছেন। এ বিষয়টি নিয়ে পরষ্পরের সঙ্গে কথা বলে তারা এলাকায় ফ্রি মেডিকেল সেবার ব্যবস্থা করেছেন।
চিকিৎসাসেবা নিতে আসা আরতি বালা জানান, আমি অত্যন্ত হতদরিদ্র পরিবারের মানুষ। একমাত্র ছেলে সেলুনে কাজ করে। তার পক্ষে আমার চিকিৎসার খরচ দেওয়া সম্ভব না। দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতায় ভুগছি। ডাক্তাররা ফ্রি দেখছেন শুনে আমি এ ফ্রি মেডিকেল ক্যাম্পে এসেছি। চিকিৎসকেরা অত্যন্ত আগ্রহের সঙ্গে কথা শুনে ব্যবস্থাপত্র দিয়েছেন।
মালিয়াট যুবসংঘের প্রধান অ্যাডমিন আব্দুল্লাহ আল নোমান জানান, এলাকার যারা দেশের বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয়ে লেখাপড়া করেন মূলত তাদের উদ্যোগেই এ ফ্রি মেডিকেল সেবার আয়োজন করা হয়েছে। এটি হতদরিদ্র মানুষের কল্যাণে কাজের একটি অংশ। যা আগামীতেও অব্যাহত রাখা হবে।