শালিখায় ইকোপার্কের উদ্বোধন

0

 

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ শালিখা উপজেলা পরিষদ ইকোপার্কের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু, শালিখা থানার অফিসার ইনচার্জ ওলি মিয়া, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান মিল্টন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের নায়েবে আমির আধ্যাপক লিয়াকত আলী শিকদার,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হাসিবুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, হোসাইন শিকদার,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, ফারহানুল ইসলাম শাকিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব রায়।