কালীগঞ্জে ৭ টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ

0

কালীগঞ্জ (ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে প্রশাসক দিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরিষদগুলোর চেয়ারম্যানরা কারাগারে ও নিরুদ্দেশ থাকায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদের ইউনিয়ন পরিষদ পরিচালনায় আর্থিক ও প্রশাসনিক কর্মকান্ডের ক্ষমতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ ধার অনুয়ায়ী গত ১১ নভেম্বর ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এক অফিস আদেশের মাধ্যমে প্রশাসক নিয়োগের ওই আদেশ দেন। এছাড়া স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার ১৯ আগস্ট ২০২৪ তারিখের জারিকৃত পরিপত্রের আলোকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও অর্পণ করা হয় ।
কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর, জামাল, কোলা, নিয়ামতপুর, সিমলা রোকনপুর, বারবাজার ও রাখালগাছী ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন প্রয়োগ করে প্রশাসক নিয়োগ করা হয় ।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম জানান, ৫ আগস্টের পর থেকে উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭টি ইউনিয়নের চেয়ারম্যানরা পরিষদে অনুপস্থিত রয়েছেন। এদের মধ্যে বিভিন্ন মামলায় জড়িয়ে ৩ জন চেয়ারম্যান কারাগারে ও ৪ জন চেয়ারম্যান পরিষদে আসেন না। তাদের অনুপস্থিতিতে পরিষদের বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ। এসব বিবেচনায় সরকারি পরিপত্রের আলোকে ঝিনাইদহ জেলা প্রশাসক বিভিন্ন ইউপিতে প্রশাসক নিয়োগ দিয়েছেন।