তরিকুল ইসলামের স্মরণসভা করেছে জাগপা

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) যশোর জেলা শাখার আয়োজনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রায়ত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তরিকুল ইসলাম আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি সমাজের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের নেতা ছিলেন। তরিকুল ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি না। তিনি দেশ ও জাতির সম্পদ। দেশের বর্তমান অবস্থায় তরিকুল ইসলামের মত একজন নেতা খুবই প্রয়োজন।
স্মরণসভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম ও জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত। পরে নূরে মদিনা দারুল উলুম নাছিরুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাগপা যশোর জেলা শাখার সহ-সভাপতি বজলু হাওলাদার , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম লিটন প্রমুখ।