যশোরে ডেঙ্গু আক্রান্ত হাজার ছাড়ালো

0

বি এম আসাদ ॥ যশোরে এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায নতুন করে আরো ২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। সবমিলে যশোর জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। এরমধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬২ জন।
যশোর সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে জানা গেছে, গত সোমবার সকাল ৮ টা হতে গতকাল মঙ্গবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে যশোর সদরে ৪ জন, অভয়নগর ও বাঘারপাড়ায় ৬ জন করে ১২ জন, চৌগাছা ও মনিরামপুরে ৩ জন করে ৬ জন ও কেশবপুরে ১ জন। এ নিয়ে জেলায় ভোট আক্রান্ত হয়েছে ১ হাজার ১১ জন। এ পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৯৪১ জন। যশোর সদরসহ বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট চিকিৎসাধীন আছেন ৬২ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩ জন। ১ অক্টোবর মার্জিয়া মারা যান। যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মার্জিয়া যশোরের মনিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের রফিকুল ইসলামের কন্যা। এর আগে গত ২৯ জুলাই ঝিকরগাছা উপজেলার হাজের আলী গ্রামের হযরত আলীর স্ত্রী শাহিদা বেগম (৬৫) ও ১০ মে চৌগাছা উপজেলার শালা গ্রামের আব্দুল হান্নান (৬৫) মৃত্যুবরণ করেন।
এবারের ডেঙ্গু জ্বরে প্রায় সকলেই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। স্থানীয় ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয় নিয়ে খোদ জেলা স্বাস্থ্য বিভাগ দুশ্চিন্তায় আছে। যদিও বলা হচ্ছে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে ।
এ ব্যাপারে যশোরের সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান ও ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিকের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা এবার বেশি। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।