মোরেলগঞ্জে ৩ বাড়িতে ডাকাতি

0

মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ইউপি সদস্য মোকছেদ আলী হাওলাদারের বসতবাড়িসহ তারই আপন দুই ভাইয়ের বাড়িতে মঙ্গলবার ভোররাতে ডাকাতি ঘটনা ঘটেছে। মঙ্গলবার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলার জিউধরা ইউনিয়নের বটতলা গ্রামে ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোকছেদ আলী হাওলাদারের বসতবাড়িতে মঙ্গলবার ভোররাত ৪টার দিকে মুখোশধারী ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কৌশলে দরজা খুলে বসতঘরের ঢুকে ইউপি মেম্বারের স্ত্রী রেখা বেগমের কক্ষের দরজায় কাপড় দিয়ে তাকে আটকে রাখে। পরে তার মেয়ে কেয়া আক্তারের হাত বেঁধে মোবাইল ফোন নিয়ে যায়।
এ সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। একই রাতে দুর্বৃত্তরা ইউপি মেম্বারের ভাই আলী আজিম হাওলাদার ও কালাম হাওলাদারের বসতঘরে হানা দিয়ে স্বর্ণালংকার, রুপার দুই জোড়া নুপুর, নগদ ৩০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের ফেলে রেখে যাওয়া গামছা মোড়ানো ব্যাগে শার্ট, প্যান্ট ও জুতো পুলিশ উদ্ধার করে।
ইউপি সদস্য মোকছেদ আলী হাওলাদার বলেন, রাতে তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী ও মেয়ে ঘরে ছিলেন। মুখোশধারী দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে কৌশলী ঘরে ঢুকে তার মেয়ের হাত বেঁধে স্ত্রীর ঘরের দরজা আটকিয়ে দেয়। দুর্বৃত্তরা একই রাতে তার ভোট দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। বিষয়টি ফাঁড়ি পুলিশকে জানানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, তিন বাড়িতে চুরির খবর পেয়ে ফাঁড়ি পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।