ফেনসিডিল মামলায় চৌগাছার দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

0

স্টাফ রিপোর্টার ॥ ফেনসিডিল মামলায় চৌগাছার দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই রায় প্রদান করেন। আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ।
সাজাপ্রাপ্তরা হলেন, চৌগাছা উপজেলার দিঘলসিংহ বিলধারপাড়ার আহসান উল্লাহ পাটোয়ারীর ছেলে সেলিম ও দিঘলসিংহ মাঝেরপাড়ার ইমদাদুল হকের ছেলে ইয়াসিন আলী।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ নভেম্বর ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা উপজেলার মাশিলা বাজারে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি বস্তায় থাকা ২৪১ বোতল ফেনসিডিলসহ উল্লিখিত দুই জনকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক বদরুল হাসান চৌগাছা থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসামিদ্বয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাদেরকে উল্লিখিত সাজা প্রদান করেন।