যশোরে সাদি হত্যার আসামি ট্যাটু সুমন ও মেহেদী রিমান্ডে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মুজিব সড়ক (রেলগেট) মসজিদ পাড়ার চাঞ্চল্যকর ব্যবসায়ী মীর সাদি হত্যা মামলার আসামি সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদী হাসানের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার পুলিশের করা আবেদনের শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (অপারেশনস) মো. মমিনুল হক আদালতে তাদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।

সন্ত্রাসী ট্যাটু সুমন শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার শহিদুল ইসলাম বাবু ওরফে কানা বাবুর ছেলে এবং মেহেদী হাসান শংকরপুর মহিলা মাদ্রসার পেছনের বাসিন্দা মোহাম্মদ আলী ওরফে আলী হোসেনের ছেলে। গত ২৪ জুন তারা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে মামলার তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর মো. মমিনুল হক আদালতে তাদের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।

চলতি বছরের ১৭ মার্চ রাতে নিজ বাড়ির উঠানে ব্যবসায়ী মীর সাদিকে ছুরিকাঘাতে হত্যা করেন সন্ত্রাসী ট্যাটু সুমন এবং মেহেদী হাসান। নিহত মীর সাদি মীর শওকত আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা কামরুন্নাহার ট্যাটু সুমন এবং মেহেদী হাসানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলা দায়েরের পর সম্প্রতি ডিবি পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ সন্ত্রাসীকে আটক করেছিলো। এরা হলেন-বেজপাড়া চোপদার পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে সাইফুল ইসলাম অভি, রেলগেট কলাবাগান এলাকার আবুল বাশার মোল্লার ছেলে তুহিন মোল্লা, নাজির শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টু রহমানের ছেলে তানভীর রহমান ও চাঁচড়া রায়পাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন।