পাইকগাছায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় চাঁদাবাজি মামলায় ইমরান হোসেন (৩০) নামে ৮ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে পাইকগাছা থানা পুলিশ গ্রেফতার করেছে। তিনি উপজেলার গজালিয়া গ্রামের শামছুর রহমানের ছেলে। বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, উপপুলিশ পরিদর্শক বাবলা ও কে এম সাদ্দাম হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করেন। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের ২০১৫ সালের চাদাবাজি মামলায় তার ৮ বছরের বিনাশ্রম কারাদন্ড হয় । তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এরআগে একটি অস্ত্র মামলায় তার ২০ বছর সাজা হয়। সে মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন তিনি।