শ্রদ্ধা ও ভালোবাসায় গণমানুষের নেতা তরিকুল ইসলামকে স্মরণ

0

স্টাফ রিপোর্টার ॥ শ্রদ্ধা ও ভালোবাসায় গণমানুষের নেতা বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী  তরিকুল ইসলামকে স্মরণ করেছে যশোরবাসী। কবর জিয়ারত, কোরআন খানি, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, খাদ্য সামগ্রী বিতরণ, কোরআন শরীফ, টুপি, তাসবিহ, জায়নামাজ, শীতবস্ত্র ও রান্না খাবার বিতরণের মধ্য দিয়ে যশোর সদর উপজেলা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পালিত হয়েছে এ জননেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষির্কী।  বিএনপি নেতা-কার্মিরা এদিন কালো ব্যাজ ধারণ করেন।
সোমবার সকাল ১০ টায় কারবালা কবরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে জেলা ওলামা দলের উদ্যোগে বিএনপি কার্যালয়ে কোরআনখানি হয়। পরে একই স্থানে জেলা মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান এবং জেলা মৎস্যজীবী দলের আয়োজনে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. মো. ইসহক, গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।
এরপর যশোর পৌর এলাকা থেকে শুরু করে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং পাড়া মহল্লায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে গঠিত টিমের সদস্যরা খাবার বিতরণ করেন।
জেলা বিএনপির সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ, ৭ নম্বর ওয়ার্ডের গুরগোল্লা মোড়, ৮ নম্বর ওয়ার্ডসহ সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মন্ডলগাতী, কৃষ্ণবাটি, ধোপাখোলা, মালঞ্চি, খোলাডাঙ্গা কদমতলা মোড়, জামতলা মোড়, ভেকুটিয়া সুজলপুর, পতেঙ্গালী, নতুনহাট, চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া বাজার, ভাতুড়িয়া, দেয়াড়া ইউনিয়ন আমদাবাদ এবং ফতেপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন পৌর এলাকার যশোর ২৫০ শয্যা হাসপাতাল মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, পালবাড়ি মুর্তিমোড়, টালিখোলা, কাজীপাড়া, উপশহর ইউনিয়নের বি ব্লক, এফ ব্লক, সি ব্লক, নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর, শেখহাটি হাইকোর্ট মোড়সহ ইছালী এবং লেবুতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল শেষে দরিদ্রদের মাঝে খাবারর বিতরণ করেন।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু পৌর এলাকার মোল্লাপাড়া আমতলা মোড়, আর এন রোডসহ রামনগর, বসুন্দিয়া, কচুয়া এবং নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল শেষে দরিদ্রদের মাঝে খাবার বিরতণ করেন।
জেলা বিএনপির সদস্য অ্যাড. মো. ইসহক পৌর এলাকার সিভিল কোর্ট মোড়, রেলগেট, মুজিব সড়কসহ সদর উপজেলার কাশিমপুর, হৈবতপুর, চুড়ামনকাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
এছাড়া জেলা কৃষক দলের আয়োজনে বিরামপুর হাফিজিয়া মাদ্রাসায় তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় কোরখানি, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে খাবার প্রদান করা হয়। নগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক খায়রুল বাশার শাহীনের ব্যক্তিগত আয়োজনে মুজিব সড়কে রক্তদান, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। নগর যুবদলের আয়োজনে মনিহার এলাকায়, পরিবহন শ্রমিক দলের আয়োজনে রেলগেট, রেলওয়ে শ্রমিক দলের আয়োজনে রেলবাজার, নগর শ্রমিক দলের আয়োজনে চৌরাস্তা মোড়ে দোয়া মাহফিল ও দরিদ্র মাঝে খাবার বিতরণ করা হয়। মুড়লী সূর্যসংঘ ক্লাব পাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজেন মুসল্লীদের মাঝে জায়নামাজ, টুপি, তাসবিহ প্রদান করা হয়। এছাড়া নগরের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল শংকরপুর এলাকায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। পৌর এলাকার মোল্লাপাড়া ঢাকা রোড, পূর্ব বারান্দীপাড়া ফুলতলা মোড়, নাথপাড়া, মাঠপাড়া, কবরস্থান মোড়, আরবপুর মোড়, আর এন রোড, মুজিব সড়কের জেলা শিক্ষা অফিসের সামনে স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।