শান্ত-মুশফিক-মিরাজের বিদায়, ফলোঅনের শঙ্কা

0
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ চরম অস্বস্তি নিয়ে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। শেষ বিকেলের ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৪ উইকেটে ৩৮ রান তুলেছিল বাংলাদেশ। ৫৩৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে প্রতিরোধ গড়াই ছিল মূল লক্ষ্য। কিন্তু হয়েছে উল্টো। ১০ রান তুলতেই আরো ৪ উইকেট হারিয়ে ফেলেছে লাল-সবুজেরা। সকালের শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুশফিক। এতে দলীয় ৫০ রানের আগেই ৮ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৮ রান। উইকেটে আছেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্যাটিংয়ে নেমে আগের দিনের সঙ্গে স্কোরবোর্ডে ১০ রানও যোগ করতে পারেনি বাংলাদেশ। এর আগেই প্যাভিলিয়নে ফেরেন তিন ব্যাটার।

ব্যক্তিগত ৯ রানে রাবাদার বলে শান্ত ফেরার পর রানের খাতা খোলার আগেই ফেরেন মুশফিক। পিটারসনের বলে ফেরেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। এরপর মেহেদী হাসান মিরাজও নিজের উইকেট বিলিয়ে দেন। রাবাদার চতুর্থ শিকার হয়ে ফেরেন মিরাজ। খানিক পর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনও হতাশাকে সঙ্গী করে ফেরেন। তিনিও রানের খাতা খুলতে পারেননি।

এর আগে, বাংলাদেশের বোলারদের হতাশায় পুরিয়ে তিন ব্যাটারের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেন টনি ডি জর্জি। এ ছাড়াও সেঞ্চুরি করে ট্রিস্টিয়ান স্টাবস ও উইয়েন মুল্ডার।

বাংলাদেশের হয়ে তাইজুল একাই ৫ উইকেট নেন। বাকি এক উইকেট নেন পেসার নাহিদ রানা।