যশোরের পালবাড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পৌরসভার

0

স্টাফ রিপোর্টার ॥ ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল যশোর শহরের পালবাড়ি এলাকায় সড়কের দুই ধারের অবৈধ স্থাপন উচ্ছেদ করেছে যশোর পৌরসভা। বুধবার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মুরাদ আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেন পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ। তিনি জানান, অভিযানকালে ৩৫ থেকে ৪০টি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। যে দোকান গুলোর কারণে গোটা পালবাড়ি অঞ্চলে ব্যাপক যানজট সৃষ্টি হতো। এই যানজটের প্রভাব যশোর-ঝিনাইদহ মহাসড়কেও পড়তো। শহরকে যানজট মুক্ত করতে আমাদের এই অভিযান। পাশাপাশি অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করা হবে অভিযানের মাধ্যমে। পৌরবাসীর স্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।