যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা আজ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ কর্মী সভা আজ অনুষ্ঠিত হবে। সাম্য ও মানবিক সমাজ নির্মাণে দিক নির্দেশনা মূলক যৌথ এ সভা অনুষ্ঠিত হবে। তিন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বেলা ২ টায় বিডি হলে কর্মী সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সভায় তিন সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে। যৌথসভার বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলাম।