মনিরামপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ মনিরামপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (এমএমআরএ) কমিটি গঠন করা হয়েছে। এতে ইবনে সিনার আব্দুল মতিনকে সভাপতি, হেলথ্কেয়ারের সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রেনেটা ফার্মার সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে মনিরামপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
এ উপলক্ষ্যে আয়োজন করা হয় আলোচনা সভার। মনিরামপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি তাপস ভট্টাচার্য্যরে সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সুকুমার কু-ু মাধব, আব্দুল হক, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভ আব্দুল মতিন, হেলথ্কেয়ার ফার্মাসিউটিক্যালসের সাইফুল ইসলাম, রেনেটা ফার্মাসিউটিক্যালসের সিরাজুল ইসলাম,রেডিয়েন্টের আশরাফুল হক, অ্যারিস্টোফার্মার আহসান হাবিব, ইনসেপ্টার মাসুদ রানা প্রমুখ। দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যের মনিরামপুর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (এমএমআরএ)কমিটি গঠন করা হয়।