যশোরে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণ

0

স্টাফ রিপোর্টার ॥ জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণসভা করেছে যশোর। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
স্মরণসভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের সাড়ে তিন মাসের অধিক সময় পার হলেও ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিস্টের প্রেত্মারা এই সমাজেই অবস্থান করছে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে বিজয় এবং জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, সেটি নস্যাৎ করার পায়তারা করছে তারা। অন্তবর্তীকালীন সরকারকে সর্বত্মাক সহায়তা করতে হবে যাতে আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাপূর্বক নতুন বাংলাদেশ নির্মিত হয়।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার শাসনে দীর্ঘায়িত করতে পুলিশ বাহিনী ব্যবহার করে নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছিল। এর দায়ভার বাংলাদেশ পুলিশ বাহিনী কোন ভাবেই এড়াতে পারে না। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। আন্দোলনে যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রয়োজনে বিদেশে চিকিৎসা করাতে হবে। ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শুরুতে জুলাই-আগস্ট বিপ্লবের উপর তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, যশোর বিজ্ঞান ও প্রুযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মজিদ, পুলিশ সুপার মোহাম্মদ জিয়া উদ্দিন, বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. মোহাম্মদ রুহুল আমিন, সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান, যশোর সেনাবাহিনীর পুলেরহাট ক্যাম্প কমান্ডার মেজর সঞ্জয়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, শহীদ তৌহিদুল ইসলামের পিতা আবদুল জব্বার মোল্লা, শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা নওশের আলী, শহীদ আবদুল্লাহ’র পিতা আবদুল জব্বার, যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শেদ প্রাপ্তি প্রমুখ। স্মরণসভা পরিচালনা করেন যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহানুর রহমান।