সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনে নগর বিএনপির প্রস্তুতিসভা

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৪ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে যশোর নগর বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুুল্লুক চাঁদ।
সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, নগর বিএনপি নেতা আলী হোসেন মদন, সুলতান আহমেদ, আব্দুর রাজ্জাক, শেখ মনিরুল করিম নান্নু, শেখ রাশেদ আব্বাস রাজ, সাব্বির মালিক, সিরাজুল ইসলাম মানিক, জাকির হোসেন, ওয়াহিদ ফেরদৌস লিটন, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি প্রমুখ।