বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবলে বাকড়ী একাদশ চ্যাম্পিয়ন

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ায় মুকুল সরকার স্মৃতি আন্তঃএগারোখান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৩-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এগারোখানের বাকড়ী ফুটবল একাদশ। সোমবার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখান অঞ্চলের বাকড়ী গোচর মাঠে এ অনুষ্ঠিত এ খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুকুল সরকারের ছেলে- মেয়ে পরাগ ও প্রাপ্তি সরকার।
গত ৯ অক্টোবার এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নকআউট পদ্ধতিতে এগারোখান অঞ্চলের ৮টি গ্রামের ফুটবল একাদশ এ খেলায় অংশগ্রহণ করে। এতে বাকড়ী ফুটবল একাদশ ঘোড়ানাছ ফুটবল একাদশকে এবং হাতিয়াড়া ফুটবল একাদশ মালিয়াট ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। সোমবারের এ খেলায় বাকড়ী ফুটবল একাদশ হাতিয়াড়া ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে বিজয় অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বাকড়ী ফুটবল একাদশের সবুজ বিশ্বাস।
মুকুল সরকার এ অঞ্চলের কৃতী ফুটবলার, ক্রীড়া সংগঠক ও থ্রি-স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। তার স্মৃতিকে ধরে রাখতে থ্রি-স্টার ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় অতিথি ছিলেন, মৃত্তিকা গবেষক শচিন্দ্রনাথ বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দুলাল বিশ্বাস, অধ্যাপক কার্ত্তিক অধিকারী, শিক্ষক অশ্বীনি কুমার দাস, উজ্জ্বল বিশ্বাস, বিএনপি নেতা প্রদীপ বিশ্বাস, ইউপি সদস্য রিপ্না বিশ্বাস, অনুপ সরকার প্রমুখ।