বসুন্দিয়ায় রেক্টিফাইড স্পিরিটসহ আটক ১

0

স্টাফ রিপোর্টার॥ গতকাল রাতে বসুন্দিয়ার হরিজন পাড়া থেকে বিদেশি মদ ও রেক্টিফাইড স্পিরিটসহ এক জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিচালক আসলাম হোসেন জানান, শনিবার রাতে বসুন্দিয়ায় হরিজন পাড়ায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর-ক সার্কেল। এসময় রাজেন্দ্র কুমার বাঁশফোড নামে এক জনকে আটক করে ৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট ও ১ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। সে ওই গ্রামের সূর্য কুমার বাঁশফোড়ের ছেলে।
এ ঘটনায় উপ-পরিদর্শক এসএম শাহীন পারভেজ বাদি হয়ে যশোর কোতয়ালি থানায় মামলা করেছেন।