যশোরে বিভিন্ন মণ্ডপে শুভেচ্ছা বিনিময় স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার সকলের রয়েছে :অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বুহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, এই দেশ হিন্দু-মুসলিম সকলের। স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার সকলের রয়েছে। সেই অধিকার পালনের ক্ষেত্রে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কোন ছাড় দেওয়া হবে না। শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে উদযাপনের জন্যে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি আরও বলেন, এই দেশে সনাতন ধর্মের ভাই-বোনদের দুর্বল ভাববার কোন কারণ নেই। কারণ হিন্দু-মুসলিম সবাই এই দেশের নাগরিক। তাই হিন্দুদের দুর্বল কিংবা মুসলিমদের সবল ভাববার কোন সুযোগ নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকলকে একটি পরিচয় দিয়েছিলেন, সেটি হচ্ছে আমরা সবাই বাংলাদেশি। তাই এখানে ধর্ম,বর্ণ, কিংবা রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে কেউ যেন নিজেকে দুর্বল না মনে করেন কিংবা এই সমাজের অংশ ভাবতে কুণ্ঠাবোধ না করেন সেটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের।
তিনি বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্টের পতনের পর দেশনায়ক তারেক রহমান প্রশাসনিক শূন্যতার কারণে সনাতন ধর্মের পাশাপাশি দেশের সকল নাগরিকের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় সুরক্ষা দেওয়ার জন্যে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন। একই সাথে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যেন নিশ্ছিদ্র নিরাপত্তা এবং আনন্দঘন পরিবেশে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গপূজা পালন করতে পারেন সে ব্যাপারেও কঠোর নির্দেশনা প্রদান করেন। যে কারণে শারদীয় দুর্গোৎসবে দলীয় নেতা-কর্মীরা মন্দির পাহারা দিচ্ছেন। অতীতেও বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল। আগামীতেও ছায়ার মত বিএনপি তাদের পাশে থাকবে।
অনিন্দ্য ইসলাম অমিত এদিন সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পাকদিয়া ও চাঁচড়া ইউনিয়নের বর্মনপাড়া সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মীবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব নির্মল কুমার বিট, সংগঠনের জেলা কমিটির সদস্য সুদিপ্ত কুমার ঘোষ, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম, আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, চাঁচড়া বর্মনপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি ঠাকুর বিশ্বাস, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার, সাবেক সভাপতি অজিত কুমার দাস, সদস্য সন্তোষ কুমার, চন্দ্র কুমার দাস, আরবপুর পাকদিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি আনন্দ কুমার বর্মন, সাধারণ সম্পাদক তপন কুমার বর্মন, সদস্য অনিল পেশকার প্রমুখ।