ভবদহে জলমগ্ন অসহায় মানুষের পাশে অনিন্দ্য ইসলাম অমিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ ভবদহে জলমগ্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার যশোরের অভয়নগর উপজেলার দুর্গত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। বস্তাভর্তি খাবার পেয়ে অনাহারী মানুষগুলোর চোখেমুখে ছিল খুশির ঝিলিক।
যশোর জেলা বিএনপির খাদ্যসামগ্রী পেতে ভবদহ পাড়ের বন্যা কবলিত মানুষ অভয়নগরের পায়রার ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন। বেলা ১২ টায় ত্রাণবাহী ট্রাক পৌঁছায় স্কুল মাঠে। সেখানে ক্ষুধার্ত মলিন মুখগুলো দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি একে একে সকলের হাতে তুলে দেন বস্তাভর্তি খাদ্য সামগ্রী। খাবার পেয়ে খুশি হন সবাই।
ত্রাণ নিতে আসা দিঘলিয়া গ্রামের জামাল বিশ্বাস (৬৫) বলেন, ‘পানির কারণে বাড়িÑঘর ছাড়িছি এক মাস আগে। এই স্কুলে আশ্রয় নিছি। চারিদিকে পানিতে তলায় গেছে কোন কাজ-কাম নেই। এখনো পর্যন্ত কেউ ত্রাণ দেয়নি। বিএনপি নিতারা এক বস্তা ত্রাণ দেছে। ত্রাণের জিনিস দিয়ে কয়দিন খাতি পারবানে।’
যশোর জেলা বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক (খুলনা বিভাগ) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সর্বাত্মক সহযোগিতা করেন। তারই ধারাবাহিকতায় যশোরের বন্যা কবলিত মানুষের জন্য এ ত্রাণ বিতরণ কার্যক্রম। এ দিন যশোরের অভয়নগর উপজেলার পায়রা, সুন্দলী এবং প্রেমবাগ ইউনিয়নের হাজার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ শেষে পায়রা বাজারে ত্রাণ বিতরণ করা হয়। সেখানে ত্রাণ নিতে আসা একতারপুরের রাহিলা বেগম (৪৫) বলেন, ‘বন্যির (বন্যা) কারণে স্বামীর কোন কাজ নেই। দুই সন্তান নিয়ে খুব কষ্টে আছি। খাওয়া দাওয়া নেই। বিএনপির নিতারা এক বস্তা ত্রাণ দেছে, স্বামী সন্তান নিয়ে আজকে পেট ভরি খাবানে।’
এরপর সুন্দলী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে গিয়ে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন নেতৃবৃন্দ। সেখানে কথা হয় আড়পাড়া গ্রামের বিরাট চন্দ্র মন্ডলের (৭৫) সাথে। তিনি বলেন, ‘পানিতি ভাসি গিছি। আমাগের দুঃখ দেখার কেউ নেই। বিএনপির বস্তা ভর্তি ত্রাণের প্যাকেট পেয়ে তার মুখের হাসি যেন থামছেই না।’
সর্বশেষ প্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গা বাজারে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।