মহেশপুরে মৃত স্বামীকে দেখে স্ত্রীর মৃত্যু

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে স্বামী রফিকুল ইসলামের (৬০) আকস্মিক মৃত্যুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন স্ত্রী শাহানাজ খাতুন (৫৫)। বুধবার ভোরে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, বুধবার ফজরের নামাজের সময় রফিকুল ইসলাম বাথরুমে পড়ে মারা যান। ঘরে ফিরতে দেরি হওয়ায় শাহানাজ খাতুন গিয়ে দেখেন স্বামী বাথরুমে পড়ে আছেন এবং মাথা দিয়ে রক্ত ঝরছে। তা দেখেই স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
স্বরুপপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কানন জানান, বাথরুমের ভেতরে পড়ে মাথায় আঘাত পেয়ে রফিকুল ইসলাম মারা যান। তার মৃত্যু দেখে স্ত্রী শাহানাজ খাতুন হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান।