যশোরে চাঁদাদাবি ও মারধরের অভিযোগে যুবলীগের ২৩ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার || যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে যুবলীগের স্থানীয় ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার মথুরাপুর গ্রামের মৃত গোলাম আলী বিশ্বাসের ছেলে সামছুর রহমান মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আমিনুর রহমান।

আসামিরা হলেন, মথুরাপুর গ্রামের আনোয়ার গাজী, শাহাজাহান কসাই, শহর আলী, মিনহাজ, বিল্লাল হোসেন গাজী, মিটুল গাজী, ইসলাম গাজী, শিমুল গাজী, আয়ুব আলী, মন্টু, মানিকদিহি গ্রামের বুলু বিশ্বাস, সাইফুল ইসলাম, মিলন বিশ্বাস, কাওছার বিশ্বাস, মুরাদগড় গ্রামের সাজেদুর রহমান মিন্টু, নিশ্চিন্তপুর গ্রামের জুয়েল হোসেন জুলু, ওসমান গনি, নাটুয়াপাড়ার মহসিন আলী, মোশারফ হোসেন, তীরেরহাট গ্রামের আলমগীর মেম্বার, এনামুল ইসলাম শান্তি ও আনোয়ার হোসেন অনু।

মামলায় উল্লেখ করা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসের দিকে আসামি আনোয়ার গাজীর নেতৃত্বে অপর আসামিরা সামছুর রহমানের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। গ্রামে বসবাস করতে হলে চাঁদা দিতে হবে, অন্যথায় তাড়িয়ে দেওয়ার হুমকি দেন আসামিরা। টাকা না দেয়ায় গত ১৫ জুলাই আসামিরা সামছুর রহমানের বাড়িতে চড়াও হয়ে  ১ লাখ টাকা চাঁদা জোর করে নিয়ে যান। কিন্তু সামছুর রহমান বাকী টাকা দিতে রাজী না হওয়ায় গত ৩০ জুলাই আসামিরা তাকে গ্রামের মাঠে পেয়ে মারধর করে।