পুলিশ হেফজতে তালেব হত্যার অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের আদেশ আদালতের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া লিচুতলা এলাকার আবু তালেব গাজীকে পুলিশ হেফাজতে হত্যার অভিযোগটি থানায় এজাহার হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন বিচারক। রোববার অভিযোগের গ্রহণ বিষয়ে শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম কোতয়ালি থানা পুলিশের ওসিকে এজহার হিসেবে গ্রহণের আদেশ দেন।

গত ১৭ সেপ্টেম্বর নিহত আবু তালেব গাজীর স্ত্রী কোহিনুর বেগম তার স্বামীকে হত্যার অভিযোগে আদালতে মামলা করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

ওই মামলার আসামিরা হলেন, কোতয়ালি থানার সাবেক এসআই শিহাবুর রহমান, কনস্টেবল শেখ নাইম, কনস্টেবল রহুল ঘোষ ও কনস্টেবল অলোক কুমার ষোঘ।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৮ জুলাই সকালে উল্লিখিত আসামিরা আবু তালেব গাজীকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। এ সময় তারা গাজীর স্ত্রী কোহিনুর বেগমকে থানায় গিয়ে যোগাযোগ করতে বলেন। স্বজনেরা থানা গিয়ে আবু তালেব গাজীকে ছেড়ে দেয়ার অনুরোধ করলে এসআই সিহাবুর রহমান ৩০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে ব্যর্থ হয়।

পরদিন সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে স্বজনেরা শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়ার জনৈক নওয়াব আলীর খেজুর বাগানের পাশের রাস্তায় আবু তালেব গাজীর গুলিবিদ্ধ লাশ দেখতে পান। এ ঘটনায় নিহতের পরিবার ওই সময় মামলা করার সাহস পায়নি।

উল্লেখ্য, নিহত আবু তালেব গাজী মাদক সম্রাট হিসেবে আলোচিত ছিলেন