মনিরামপুরে খাটুরা বাঁওড় দখলচেষ্টার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥যশোরের মনিরামপুরে হরিহরনগর সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে খাটুরা বাঁওড় দখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে রোববার সন্ধ্যায় মনিরামপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেনের উপস্থিতিতে তার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সদস্য রিয়াজুল ইসলাম হৃদয়। সম্মেলনে দাবি করা হয় উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসক খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমবায় সমিতির ১০২ সদস্যের পক্ষে হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধরের নামে ২০২২ সালের ৩০ জুন পাঁচ বছরের জন্যে ইজারা প্রদান করেন। সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও সমিতির কতিপয় সদস্যের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা বাঁওড়টি দখল করতে যান। কিন্তু অন্যান্য সদস্যসহ এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা পালিয়ে যান। আরো অভিযোগ করা হয়, নজরুল ইসলাম সমিতির সদস্য আলতাফ হোসেনের মাধ্যমে বাঁওড় নিয়ে জেলা প্রশাসক বরাবর বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে বিভ্রান্তি করছেন। এমতাবস্থায় সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গদের হাত থেকে বাঁড়ওটি রক্ষা করে প্রকৃত মৎস্যজীবীদের রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হরিহরনগর ইউপি চেয়ারম্যান স্থানীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিশ^াস, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ। তবে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে দাবি করে বলেন, প্রতিপক্ষ সমাজে হেয় প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আজগুবি অভিযোগ করছেন।