যশোরের অনুপস্থিত ইউপি চেয়ারম্যান মেম্বারদের তালিকা হচ্ছে

0

স্টাফ রিপোর্টার ।। ইউনিয়ন পরিষদে অনুপস্থিত চেয়ারম্যান-মেম্বরদের তালিকা করছে যশোর জেলা প্রশাসন। ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে জেলার ৮ উপজেলার নির্বাহী অফিসারদের কাছে তথ্য চাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. রফিকুল হাসান।

গত ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর যশোরের ৯৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অধিকাংশ আত্মগোপনে চলে যান। চেয়ারম্যানদের ৯০ শতাংশই আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ও সন্ত্রাসে অভিযুক্ত। এসব কারণে তাদের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, জমি দখল, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়াসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব দিক বিবেচনা করে অনেকেই জনরোষের ভয়ে পালিয়ে আছেন ।

আবার অনেকে নিরাপদে থাকলে পরিষদে না যেয়ে উপজেলা পরিষদে এসে দৈনন্দিন কাগজপত্রে স্বাক্ষর করে যাচ্ছেন। চেয়ারম্যানদের অবর্তমানে ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।

এদিকে প্রায় দুই মাস ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা লাপাত্তা থাকলেও তাদের অপসারণ করে সেখানে নতুন করে কারোর দায়িত্ব দেয়া হয়নি। যা নিয়ে ইতোমধ্যে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব কারনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পলাতক ইউপি চেয়ারম্যানদের তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে যশোর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. রফিকুল হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অনুপস্থিত চেয়ারম্যান ও মেম্বরদের তালিকা চাওয়া হয়েছে। দু-একদিনের মধ্যে তালিকা হাতে আসবে। তালিকা পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

যশোর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, অনুপস্থিত চেয়ারম্যান ও মেম্বরদের তালিকা প্রস্তুত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে এগুলো জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হবে।

একই কথা বলেন, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্ত্তী। তিনি বলেন, আমি সবে মাত্র এই উপজেলায় যোগদান করেছি। এখনও কতজন চেয়ারম্যান ও মেম্বর অনুপস্থিত আছেন সেটি সুনির্দিষ্ট করে বলতে না পারলেও কিছু অনুপস্থিত আছে সঠিক। দু’একদিনের মধ্যে এ বিষয়ে তালিকা প্রস্তুত করা হবে।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার জানিয়েছেন, তার উপজেলায় কোনো অনুপস্থিত চেয়ারম্যান ও মেম্বর নেই। ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বররা সার্বক্ষণিক দায়িত্বপালন করছেন। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, এরমধ্যে অনেক চেয়ারম্যান, মেম্বর ইউনিয়ন পরিষদে না গিয়ে উপজেলা পরিষদের দৈনন্দিন কর্মকান্ডের সাথে যুক্ত থাকছেন।