বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রাসেলে নামে চাঁদাবাজির মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ চাঁদার দাবিতে নাজমুল নামে বিএনপি সমর্থককে মারধরের অভিযোগে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল খানসহ ৩ জনের বিরুদ্ধে আমলী আদালতে মামলা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ভুক্তভোগী নাজমুল নিজেই মামলাটি করেছেন। আদালতের বিচারক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন, সদর উপজেলার গাইদগাছি গ্রামের নুরো হাওলাদারের ছেলে সিরাজুল ইসলাম ও বসুন্দিয়ার গোলাপ খানের ছেলে ওলিয়ার রহমান। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে।
নাজমুল মামলায় উল্লেখ করেছেন, আসামিরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বিএনপি’র রাজনীতি করার কারণে া তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া হতো। ২০২০ সালের ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নাজমুল মোটরসাইকেলে করে বসুন্দিয়া মোড়ের বেলতলা এলাকায় গেলে উল্লিখিত আসামিরা তার ওপর চড়াও হন। এ সময় তারা তাকে মারধর করেন। কিলঘুষিও মারেন। মারধরের কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। কিন্তু আসামিদের ভয়ে তিনি এতোদিন মামলা করতে সাহস পাননি।