দুর্গাপূজা উপলক্ষ্যে ঝিকরগাছায় মতবিনিময়

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ শরাদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদার সাথে পালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে ঝিকরগাছায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পারবাজার শিব মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের উপজেলা সভাপতি দুলাল অধিকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদ ও সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষ, যশোর নগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ঘোষ, ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তড়িৎ দাস, সদস্য কৃষ্ণপদ সরকার, পৌর সভাপতি গবিন্দ বনিক প্রমুখ।