বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত ও প্রসূতিকে সহায়তা

0

বাগেরহাট সংবাদদাতা॥ সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও এক প্রসূতি মাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের হরিণখানা মাশুক জামে মসজিদ প্রাঙ্গণে জেলা যুবদল ও হরিণখানা গোল্ডেন বয়েজ ক্লাবের উদ্যোগে তাদের অর্থ সহায়তা দেওয়া হয়।
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহসমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক এবং হরিণখানা গোল্ডেন বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাজ্জাদ হোসাইনের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণখানা গোল্ডেন বয়েজ ক্লাবের প্রধান উপদেষ্টা শেখ বশিরুল ইসলাম রতন, সিনিয়র সহসভাপতি মাহামুদুল আলম সাগর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদশা, নুরুল হুদা সোহেল, শাহ আলম প্রমুখ।
আয়োজকরা জানান,বাগেরহাট পৌর শহরের হরিণখানা এলাকার বাসিন্দা সম্মিলনী স্কুল মোড়ের সবজি বিক্রেতা মতলেব শেখের ছেলে হাছিব শেখ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার সহায়তায় নগদ ২৫ হাজার টাকা ও মুনিগঞ্জ এলাকার রিক্সাচালক পিন্টু শেখের প্রসূতি স্ত্রীর চিকিৎসার জন্যে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।