লালদিঘীরপাড়ে স্যামসাংয়ের গুদামে আগুন

0

স্টাফ রিপোর্টার ।। যশোর শহরের লালদিঘিরপাড়স্থ স্যামসাং কোম্পানির গুদাম ঘরে গতকাল বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১০/১২টি ফ্রিজ আগুনে ভষ্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্যামসাং কোম্পানির ওই গুদামের ম্যানেজার সাজ্জাদ হোসেন জানিয়েছেন, সোনালী ব্যাংক যশোর কর্পোরেট শাখার পিছনে লালদিঘিরপাড় সংলগ্ন যোগেন্দ্রনাথ সড়কে অবস্থিত শাহরিয়ার জেহের ইবনে মিজানের বিল্ডিংয়ের নিচতলায় তাদের ফ্রিজের গোডাউন। সেখানে ১০ থেকে ১২টি মূল্যবান ফ্রিজ রয়েছে। যার মূল্যে ১০ লাখ টাকা। গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে গোডাইনের ভেতরে বৈদ্যুতিক বোর্ডের প্লাগে আগুন ধরে যায়।

এ সময় গোডাউনের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। আগুনের কালো ধোঁয়ায় এলাকা আছন্ন হয়ে পড়ে। এতে গোডাউনের মধ্যে থাকা সকল ফ্রিজ ও কাগজের কার্টন আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। আগুন নিভাতে এসে রাস্তার উপর পড়ে শিমুল হোসেন নামে এক ব্যক্তি আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আজিজুল হক দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। সিনিয়র স্টেশন অফিসার মোঃ আজিজুল হকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।