পুলিশের গুলিতে আহত শিক্ষার্থীর শয্যাপাশে অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইমন কবিরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর শহরের ষষ্ঠীতলায় নিজ বাসভবনে চিকিৎসাধীন শিক্ষার্থী ইমন কবিরকে দেখতে যান বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ইমন কবিরের শয্যাপাশে দীর্ঘ সময় বসে চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং চিকিৎসায় সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।