বন্যাদুর্গতদের জন্য যশোরে মুক্তিযোদ্ধাদের অর্থসহায়তা

0

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন জেলায় বন্যাদুর্গত মানুষের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান করেছেন যশোর সদর এবং কেশবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিটের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলের মাধ্যমে নগদ অর্থ প্রদান করেন বীর মুক্তিযোদ্ধারা। জেলা প্রশাসক আবারাউল হাছান মজুমদার ত্রাণের নগদ অর্থ গ্রহণ করেন। এসয়ম উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম, এ এইচ এম মুযাহারুল ইসলাম মন্টু, আবুল হোসেন, একরাম উদ দ্দৌলা, কাজী আব্দুস সবুর হেলাল, আবুল কাশেম, কাজী রফিকুল ইলসাম, মোহাম্মদ আলী প্রমুখ।