ঝিনাইদহে রিকশা-ভ্যান শ্রমিক দলের ৩১ সদস্য কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। সমাবেশ শেষে আনোয়ার হোসেনকে সভাপতি ও আকাশ রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট রিকশা-ভ্যান শ্রমিক দলের কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলে চাঁদাবাজ ও দখলদারদের কোনো জায়গা হবে না।
জেলা রিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড, শামসুজ্জামান লাকী ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম বক্তব্য রাখেন।