অবশেষে প্রত্যাহার হচ্ছে যশোর পৌরসভার বর্ধিত পানির কর

0

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে যশোর পৌরসভার বর্ধিত পানির বিল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পৌর মেয়র অপসারিত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এই প্রথম নাগরিকদের কোনো যৌক্তিক দাবি মেনে নিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে সদ্য অপসারিত পৌরসভার মেয়রের নেতৃত্বে পৌর পরিশোধ কোনো যৌক্তিক কারণ ছাড়াই বিদ্যুৎ বিল বৃদ্ধির অজুহাত দেখিয়ে পানির পাইপের মাপ অনুসারে বিভিন্ন প্রকার ভেদে বিল বৃদ্ধি করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার যশোর পৌর নাগরিক কমিটির ব্যানারে বর্ধিত পানির বিল বাতিলসহ চারদফা দাবি জানিয়ে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
যশোর পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, যশোর পৌরসভা কর্তৃপক্ষ গত আগস্ট থেকে এক তরফাভাবে পানির বিল বৃদ্ধি করে। নাগরিকরা প্রয়োজন অনুযায়ী পানি না পেলেও অযৌক্তিকভাবে বিল বর্ধিত করে। বিদ্যুতের বিল বৃদ্ধির অজুহাত দেখিয়ে পৌরসভার ব্যবহারিক পানির ওপর এ কর বৃদ্ধি করে। এর কারণে গ্রাহক পর্যায়ে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। বিষয়টি নিয়ে নাগরিকরা বারবার আপত্তি জানালেও সে সময়ে এ বিষয়ে কোনো কর্ণপাত করা হয়নি। যেকারণে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের কাছে এ বিষয়ে আপত্তি জানিয়ে গত বৃহস্পতিবার স্মারকলিপি দিলে তিনি ও তার পরিষদ এ বিষয়ে বর্ধিত বিল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বলে তিনি জানান।
এবিষয়ে যশোর ২নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ বলেন, পৌরসভার সাবেক মেয়রের আমলে পানির বর্ধিত কর বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে পৌর নাগরিকরা এ বিষয়ে আপত্তি জানিয়ে প্রশাসকের দৃষ্টিতে আনলে তিনি গত বৃহস্পতিবার পৌর পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেন। ওই সভায় যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর বাদে বাকি সব ওয়ার্ডের কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে যশোর পৌরসভার প্রশাসক ও যশোর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল হাসান বলেন, নাগরিকদের দাবির বিষয়টি আমরা প্রাথমিকভাবে বিবেচনায় নিয়ে বর্ধিত পানির বিল প্রত্যাহারের বিষয়ে একমত হয়েছি। তবে এ বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। যারা ইতোমধ্যে বর্ধিত বিল পরিশোধ করেছেন সে বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্ধিত বিল প্রত্যাহার হলে অবশ্যই পরিশোধিত বর্ধিত টাকা পরবর্তী বিলের সাথে সমন্বয় করে নেওয়া হবে। তবে এটি এখনো চূড়ান্ত নয় বলে জানান তিনি।