যশোর শহরতলী বালিয়াডাঙ্গায় গৃহবধূকে মারধরের ঘটনায় ৬ জনের নামে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ জমি নিয়ে বিরোধের জেরে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দিয়া বটতলা গ্রামের প্রতিবেশী রুপালী বেগম (৪৫) নামে এক নারীকে মারধর ও তার টাকা চুরির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। রুপালীর স্বামী ইমদাদুল হক (৫০) একই পরিবারের ৬জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
আসামিরা হলো, একই গ্রামের শফিউল্লাহ (৫০) ও তার স্ত্রী জোনাকী বেগম (৪৫), তাদের দুই মেয়ে সুমাইয়া খাতুন (২০) ও আশা (১৮), শফিউল্লাহর ভাই শিহাব (৪৫), মৃত খোকন মোল্লার স্ত্রী জোছনা বেগম (৪০) এবং শিহাবের স্ত্রী (অজ্ঞাত)।
এজাহারে ইমদাদুল হক উল্লেখ করেছেন, জমি নিয়ে আসামিদের সাথে তার বিরোধ চলে আসছিল। গত গত ২৯ আগস্ট সকাল ১০টার দিকে আসামিরা তার বাড়ির সামনের আতাগাছ কেটে ফেলে এবং জমির সীমানা পিলার উঠিয়ে দেয়। সে সময় তার স্ত্রী রুপালী বেগম বাঁধা দিলে আসামিরা গালিগালাজ করে। তিনি গালি দিতে নিষেধ করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি, লোহার রড দিয়ে তার স্ত্রীকে মারধর করে। গলা থেকে একটি সোনার চেইনে ছিনিয়ে নেয়। পরে তার ঘরে ঢুকে বিছানার নিচ থেকে এক লাখ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সে সময় তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তার স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।