চুয়াডাঙ্গায় মোটরযান চালকদের লাইসেন্স নবায়নের দাবিতে মানববন্ধন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় মোটরযান চালকদের লাইসেন্স নবায়নের দাবিতে মানববন্ধন করেছেন পেশাদার মোটরযান চালক ও তাদের পরিবারের সদস্যরা। শনিবার সকালে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ভুক্তভোগী পেশাদার মোটরযান চালকরা বলেন, পেশাদার চালকদের লাইসেন্স নবায়নের আবেদনের ফাইল বিআরটিএ অফিসে কয়েক বছর ধরে পড়ে আছে। আঙুলের ছাপ দিয়েও লাইসেন্স পাওয়া যাচ্ছে না। জন্ম তারিখ সংশোধন করে চালকদের লাইসেন্স নবায়ন করার জন্যে বিগত এক বছরে চারবার তারা মানববন্ধন করেছেন। আঙুলের ছাপ দেওয়া পেশাদার চালকদের লাইসেন্স তাদের জাতীয় পরিচয়পত্রে থাকা জন্ম তারিখের সঙ্গে অমিল থাকায় আঙুলের ছাপ দেওয়া প্রায় ৫০ জন চালকের লাইসেন্স দীর্ঘদিন ধরে প্রিন্ট হচ্ছিল না। এরপর মানববন্ধন ও আন্দোলনের কারণে জন্ম তারিখ সংশোধন কার্যক্রম শুরু হয়। কিন্তু যাদের কারণে মানববন্ধন করা হয়েছিলো তাদের লাইসেন্সগুলো এখনও পর্যন্ত স্মার্ট কার্ড প্রিন্ট হয়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রানা ইসলাম।
মানববন্ধনে ছাত্র-ছাত্রী, চালক ও তাদের পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, লেখক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিনিধি ও শ্রমিকরা অংশগ্রহণ করেন।