বন্যার্তদের সহায়তায় নওয়াপাড়া প্রেস ক্লাবের অনুদান

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তায় অনুদান দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ অনুদান প্রদান করা হয়। প্রেস ক্লাবের উপদেষ্টা ও সদস্যদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় ১ লাখ ৬০ হাজার টাকা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর কাছে দেওয়া হয় । এ সময় উপস্তিত ছিলেন,নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ,উপদেষ্টা এস এম ফারুক হোসেন,সহ সভাপতি এস এম মুজিবুর রহমান,সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স,কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী,সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন খান হীরা,নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি খায়রুল বাশার,প্রেস ক্লাবের সদস্য ইঞ্জি.শওকত হোসেন বেগ,জাকির হোসেন হৃদয়,আশরাফুল আলম লিপু,রাজয় রাব্বী প্রমুখ।