বাগেরহাটে ট্রাফিক নিয়ন্ত্রণে ৭ বছরের শিশু আরাফ

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাট শহরের পুলিশ লাইন স্কুলের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে ৭ বছরের শিশু আরাফ মাহিন। ফুচকা খাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে ৩০ টাকা নিয়ে একটি বাঁশি কিনে দুদিন ধরে সড়কে দায়িত্ব পালন করছে সে। ট্রাফিক পুলিশের অবর্তমানে সড়কে যাতে কোনো বিশৃঙ্খলা না হওয়ায় সেজন্যে পুলিশ লাইন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী আরাফের এই প্রচেষ্টা।
বৃহস্পতিবার সকালে শহরের শহরের পুরাতন পুলিশ লাইন্সের সামনে গিয়ে দেখা যায়, হাতে বাঁশি নিয়ে রিকশা, মোটরসাইকেল ও ইজিবাইক চালকদের সুশৃংখলভাবে সড়কে চলাচলের আহ্বান করছে আরাফ। আরাফের হাতে থাকা একটি দিকনির্দেশক লাঠি দিয়ে সে যানবাহনগুলোকে সারিবদ্ধভাবে যাওয়ার জন্যে পরামর্শ দিচ্ছে। সড়কের চলাচলরত যানবাহনগুলো তার পরামর্শ পালন করছে। আরাফের এমন উদ্যোগে খুশি হয়েছেন তার মা লাইলি আঞ্জুমানসহ পথচারীরা।
আরাফের মা লাইলি আঞ্জুমান বলেন, আরাফের উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। ফুচকা খাওয়ার জন্যে ৩০ টাকা নিয়েছিল। পরে জানলাম সে বাঁশি কিনে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে। ওকে যখন নিতে আসছি তখন বলে, আম্মু আমাকে একটা ঘন্টা দায়িত্ব পালন করতে দাও। চার ঘন্টা বই পড়বো। ওর কথার পরে আর বাড়ি ফেরানোর চেষ্টা করিনি।
প্রথম শ্রেণির শিক্ষার্থী আরাফ বলে, এই জায়গায় সব সময় পুলিশ আঙ্কেলরা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতেন। কিন্তু কয়েকদিন পুলিশরা দায়িত্ব পালন করছেন না। তাই মাছে মাঝেই বিশৃঙ্খলা হচ্ছে। এজন্যে শৃঙ্খলা ফেরাতে আমি নিজে দায়িত্ব পালন করছি। অটো ও রিকশা চালক আঙ্কেলরাও আমার কথা শুনছেন। খুবই ভাল লাগছে। এছাড়া বড় শিক্ষার্থীদের সাথে সড়কের ময়লা পরিষ্কার করতেও দেখা যায় শিশু আরাফকে।
শিশু আরাফ বাগেরহাট শহরের সরুই এলাকার ইমরুল হাসানের ছেলে। সে শহরের পুলিশ লাইন্স স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থী।