যশোরে বিএনপির মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ : এই দানব সরকারের শেষ রক্ষা হবে না

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। ফ্যাসিস্ট সরকার ক্ষমতা হারোনোর আতঙ্কের কারণে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনও ভয় পায়। যে কারণে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে নৃংশস হত্যাযজ্ঞ চালিয়েছে। কিন্তু মানুষ হত্যা করে কোন ফ্যাসিবাদী শক্তি তার ক্ষমতা চিরস্থায়ী করতে পারেনি। বতমান এই দানব সরকারেরও শেষ রক্ষা হবে না। তাদের পতন কেবল সময়ের ব্যাপার মাত্র।
দেশব্যাপী বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে নির্মম হত্যা এবং বিএনপি নেতাকর্মীদের নামে মামলা ও আটকের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। বৃহস্পতিবার সকালের বৈরী আবহাওয়াকে উপেক্ষা কওে জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে জেলা বিএনপির প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।
এ সময় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের নির্মম হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।